দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে একটি বেসরকারি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে চাতালে ভেঙে পড়েছে। এই ঘটনায় হেলিকপ্টারে থাকা স্কয়ারের পরিচালক আনিকা চৌধুরীসহ ৪জন আহত হয়েছে। রোববার (১ অক্টোবর) বিকালে পাবনার চাটমোহরে এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৫টার দিকে একটি হেলিকপ্টার বিকট শব্দে স্থানীয় রেজাউল করিম বাবুর ধানের চাতালের উপর ভেঙে পড়ে। তবে বড় কোনো অঘটন ঘটার আগেই এলাকাবাসীর সহায়তায় ভেতর থেকে পাইলটসহ অন্যরা বের হয়ে আসেন।
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটিকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করেন।
চাটমোহর থানার ওসি এসএম অাহসান হাবীব জানান, রবিনসন আর-৬৬ মডেলের এই হেলিকপ্টারটি স্কয়ারের। স্কয়ারের পরিচালক আনিকা চৌধুরীসহ অন্যরা এতে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন।
বিকাল ৫টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে পাইলট পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দফতরের সামনে একটি ধানের চাতালে হেলিকপ্টারটিকে ল্যান্ড করানোর চেষ্টা করেন।
কিন্তু নিয়ন্ত্রণে না থাকায় সেটি ভেঙে পড়ে। তবে কেউ গুরুতর আহত হননি। পরে হেলিকপ্টারের যাত্রীরা সড়ক পথে পাবনায় যান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত