আফগানিস্তানের হেলমন্দে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় এক বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১০জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কর্মকর্তাও ছিলেন। দেশটির এক সরকারি সূত্র জানায়, ভুলবশত ওই হামলা চালানো হয়েছিলো। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৯ জন পুলিশ সদস্য ছিলেন। তবে কারা এই হামলা চালিয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি। হেলমন্দের গভর্নর হায়াতুল্লাহ হায়াত বলেছেন, বিষয়টি নিয়ে তদন্তকাজ শুরু হয়েছে।
তিনি বলেন, তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এই বিমান হামলা চালানো হয়। সেই স্থানে গত কয়েকদিন ধরেই তীব্র লড়াই চলছিলো।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনা নিশ্চিত করেছে। দুই মাস আগেও একবার মার্কিন বিমান হামলায় ১৬ আফগান পুলিশ প্রাণ হারিয়েছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত