চট্টগ্রাম : এক লাখ টাকার জাল নোটসহ মো. রাসেল (২২) নামে এক যুবককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল একই এলাকার মো. সেলিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানা পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন কুমার দে ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে রায়পুর আহমদ শাহ চৌধুরী বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০০টি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত