চট্টগ্রাম : বাঁশখালীর রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় শাহেদা আকতার (১৪) ও মুর্শিদা বেগম (১৪) নামের দুই মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (০৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের বাঁশখালীর মনছুরিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রিজের সামনে উত্তর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহেদা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত মুর্শিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে চালককে পুলিশে সোপর্দ করেছে।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় এক ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকের চালককে আটক করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত