মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম এনবিসির লাইসেন্স চ্যালেঞ্জ করার কথা জানিয়ে মাধ্যমটিকে হুমকি দিয়েছেন। বুধবার (১১ অক্টোবর) এনবিসিতে পরমাণু অস্ত্র সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কার্সটজেন নিয়েলসনকে মনোনীত করবেন বলে জানা গেছে। দুই একদিনের মধ্যেই এই ঘোষণা আসতে পারে।
রিপোর্টে এনবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু অস্ত্র মজুদ প্রচুর বাড়ানোর পরিকল্পনা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত জুলাইয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তার এই পরিকল্পনার কথা জানান। ওই বৈঠক কক্ষে উপস্থিত ছিলেন এমন তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের এখন চার হাজার পরমাণু অস্ত্র মজুদ আছে বলে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই সংখ্যা ৩২ হাজারে উন্নীত করতে চান। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের কাছে এত পরিমাণ পরমাণু অস্ত্র ছিল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত