
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের কাছে অর্থ সহায়তা চেয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে এই অর্থ সহায়তার পরিমাণ ও ধরন কী হবে- তা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হবে বলে সূত্র জানিয়েছে।
বুধবার (১১ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএম এফের বার্ষিক সম্মেলনের প্রথম দিন এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেন অর্থমন্ত্রী।
এ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিয়েভা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন এই বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
অর্থমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিশ্বব্যাংকের দুই কর্মকর্তা বাংলাদেশের প্রশংসা করেছেন। শীঘ্রই বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা ও বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, লাখ লাখ রোহিঙ্গার ভার সামাল দিতে বাংলাদেশ বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে এবং বিশ্বব্যাংক এই সংকটে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত পাঁচ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।














