বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কে এন হারবার কনসোর্টিয়াম এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে ৩য় জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল চ্যাম্পিয়ানশীপ ২০১৭ এর ফাইনালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ১৮-০৯ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে কুষ্টিয়া বনাম চট্টগ্রামের ৩য় স্থান নির্ধারণী খেলায় প্রথমার্ধে ৬-৭ ও দ্বিতীয়ার্ধের শেষে ১৪-১৪ গোলে ড্র হলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও ফলাফল সমান হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়িয়ে পড়ে। অবশেষে ট্রাইবেকারে ১৯-১৮ গোলে জয় পেয়ে ৩য় স্থান অর্জন করে কুষ্টিয়া। ৪র্থ স্থান পায় চট্টগ্রাম জেলা।
বিকাল ৫ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বপন। সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ ২০১৭ এর সাংগঠনিক কমিটির সম্পাদক সৈয়দ আবুল বশর, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও স্টিয়ারিং কমিটির আহবায়ক আ.ন.ম. ওয়াহিদ দুলাল।
এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক মো: আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, আবুল হাশেম, জহির আহমেদ চৌধুরী, তানভীর আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, হ্যান্ডবল ফেডারেশনের সদস্য সেলিম মিয়া বাবু, মেডিকেল পার্টনার ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. মো: আবু নাছের, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মো: মোরশেদুল আলম, ডা. তিমির বরণ চৌধুরী, মাহমুদুর রহমান মাহবুব, প্রবীন কুমার ঘোষ, সাইফুল্লাহ্ চৌধুরী, ওসমান গনি রানা, লুৎফুল করিম সোহেল, হ্যান্ডবল কমিটির ভাইস-চেয়ারম্যান এবিএম খালেদুজ্জামান দাদুল, যুগ্ম-সম্পাদক কল্লোল দাশ, সদস্য আবদুর রশীদ লোকমান, হায়দার আলী, জাহিদুল আমিন তারেক, জাবেদা বেগম মিটুল, রনি দত্ত, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি নিজাম উদ্দিন নিজু সহ অংশগ্রহণকারী সকল জেলা দলের খেলোয়াড়-কর্মকর্তা ও বিপুল ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত