বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানানো হয়, রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের জেরে মিয়ানমারকে দেয়া ২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা স্থগিত করা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণের পর শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, আমরা সম্প্রতি অনুমোদিত উন্নয়ন নীতির শর্তাদি মূল্যায়ন করেছি এবং ঋণের কার্যকারিতা অর্জনের জন্য আরো অগ্রগতি প্রয়োজন বলে আমরা আশা করছি।
একই সঙ্গে রাখাইনের সহিংসতা বন্ধ করে দুর্গত এলাকায় সহায়তা পাঠাতে সু চি সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পথ সুগম করতেও তাগিদ দেয়া হয়েছে।
রাখাইনসহ মিয়ানমারের অন্যান্য অনুন্নত এলাকায় সামাজিক উন্নয়ন, বৈষম্য দূর করতে গত কয়েক বছর ধরে ঋণ সহায়তা দিয়ে আসছে বিশ্বব্যাংক।