সিরিয়ার রাক্কা শহরটি আইএসমুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান কুর্দিশ এবং আরব যোদ্ধারা রাক্কাকে আইএসমুক্ত করার কথা জানিয়েছেন। রাক্কা আইএসের কথিত রাজধানী ছিল।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর মুখপাত্র তালাল সেলো জানিয়েছেন, পাঁচ মাসের অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আইএসকে রাক্কা থেকে তাড়ানো সম্ভব হয়েছে। তিনি জানান, এখন স্লিপার সেল ধ্বংস এবং ল্যান্ড মাইন সরানোর কাজ শুরু করা হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত