নগর ছাত্রলীগের সহ–সম্পাদক সুদীপ্ত বিশ্বাসের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব চত্বরে চট্টগ্রামে বসবাসরত কেন্দ্রীয় ছাত্রলীগের ব্যানারে প্রতীকী লাশসহ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী সদস্য আবদুর রহিম শামীম ও আব্দুল্লাহ আল জোবায়ের হিমু’র যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইরফানুল আলম জিকু।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, একের পর এক ছাত্রলীগ নেতাকর্মীদের রক্ত নিয়ে উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামে একটি মাফিয়া গোষ্ঠী। এই রক্তের খেলার সর্বশেষ শিকার সুদীপ্ত বিশ্বাস। আর কতজন ছাত্রলীগ নেতাকর্মী খুন হলে রক্ত পিপাসু চক্রটির পিপাসা মিটবে? কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ও সোহেল হত্যার পর হত্যাকারীদের গ্রেফতার করা হলে সুদীপ্ত খুন হতো না। এসময় নেতৃবৃন্দ খুনী যদি আওয়ামী লীগের নেতাও হন তাহলে তাকে গ্রেফতারে বাধা কোথায় সেই প্রশ্নও তুলেন।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ শীঘ্রই সুদীপ্তের খুনীদের গ্রেফতারের দাবি জানান, অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, আজিজুর রহমান আজিজ, মেজবাহ উদ্দিন মোরশেদ, ফরহাদুল ইসলাম রিন্টু, আবু সাঈদ সুমন, রাজীব হাসান রাজন, রকিবুল হোসেন সাজ্জি, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাজেশ বড়ুয়া, ইউসুফ খান হাসান, ইয়াছিন আরাফাত কচি, রুমেল বড়ুয়া রাহুল, বাবর উদ্দিন সাগর, এসএম সাদিক, কাজী ফরিয়া মুনতাহা মুহি, নগর ছাত্রলীগের খোরশেদ আলম মানিক, ওমর ফারুক, মিজানুর রহমান, বোরহান উদ্দিন ফরহাদ, রাহুল দাশ, মোশরাফুল হক চৌধুরী পাভেল, আরাফাত রুবেল, নাজমুল হাসান। উপস্থিত ছিলেন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা আকবর হোসন রাজন, তরিকুল হাসান, মাহিন ইয়াছির, সাইদ ইব্রাহিম, ইফতেখারুল আলম সিয়াম, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা আশিকুন নবী, সৈকত বর্মন, রুবেল সরকার, রাকিব হায়দার, নুরুন নবী সাহেদ, জাহিদুল ইসলাম প্রমি, আল আমিন বাবু, রিয়াদ হোসেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত জামান, আজমল খান রকিব, মীর মোক্তার, মীর মোহাম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত