দুপুরে আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ চাইবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে সংবাদ মাধ্যমকে জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত খালেদা জিয়াকে জামিন দেবেন বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন খালেদা জিয়া। গতকাল বুধবার বিকালে তিনি দেশে ফিরেছেন। এর মধ্যে এ দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ দুপুর ১২টায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত ১২ অক্টোবর মামলা দু’টিতে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির কার্যক্রম শেষ করে যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ ঠিক করে দেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

 

শেয়ার করুন