পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ছিনতাই!

জসিম উদ্দিন নামে পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে বিদেশগামী ব্যক্তির গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হিমেল খান জানান, তিনি তার চাচাতো ভাই সফিক খানকে নিয়ে মঙ্গলবার রাতে ধানমণ্ডি থেকে বিমানবন্দর যাচ্ছিলেন। দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি খামারবাড়ির সামনে তাদের প্রাইভেট কার থামায়। থামানোর সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহীরা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে চালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। পরে জোর করে দুটি মোবাইল ফোন নিয়ে নেয়।

তিনি আরও বলেন, ‘প্রথমে পুলিশের পরিচয় দেওয়ার পর তারা ভেবেছিলেন, সত্যিকারের পুলিশ। কিন্তু পরবর্তীতে জোর করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার সময় তারা বুঝতে পারেন, ছিনতাইয়ের শিকার হতে যাচ্ছেন। তখনই তারা চিৎকার করে ওঠেন। তবে লোকজন আসার আগেই মোবাইল দুটি নিয়ে দুই ছিনতাইকারী সটকে পড়ে।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস জানিয়েছেন, ওই এএসআই খুলনা জেলায় কর্মরত বলে । তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন