বাঁশখালী থেকে আনোয়ারা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কেইপিজেডের বাস খাদে পড়ে নারীসহ ৭ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বরুমছড়া রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, বাঁশখালী থেকে আনোয়ারা কেইপিজেডের সু-ফ্যাক্টরিতে আসার পথে কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারীসহ ৭ জন আহত হন। বাসের চালকসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাদের সবার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
আহতরা হলেন- জাহেদা আকতার (১৮), বেবি আকতার (২১), জয়নাল আবেদীন (৪০), শারমিন আকতার (২০), বেলাল (১৮), সাইমা (১৭), লিজা (১৮)।