শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপনে লালখান বাজার ছাত্রলীগ
রাসেল আমাদের প্রেরণা, পথচলার নিত্যসঙ্গী

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাথে কেক কাটছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সনেট চক্রবর্ত্তী। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে লালখান বাজারের স্হানীয় মসজিদে বাদ আছর মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সনেট চক্রবত্তী বলেন, ১৯৬৪ সালের আজকের এই দিনে জাতির জনকের স্মৃতি-বিজড়িত ধানমণ্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় প্রখ্যাত দার্শনিক ও যুক্তিবাদী লেখক বার্ট্রাণ্ড রাসেলের এতোটাই ভক্ত ছিলেন যে তিনি তাঁর কনিষ্ঠ পুত্রের নামটাও রাখেন এই দার্শনিকের নামানুসারে। আর মুজিব পরিবারের মধ্যমণিই ছিল এই রাসেল। রাসেল আমাদের প্রেরণা, পথচলার নিত্যসঙ্গী।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা শামীম আহসান, সায়মন, আবু ওমর মো: সরফরাজ, মো: রুবেল, মো: সজীব, মাইনুল হাসান, মো: দ্বীন ইসলাম, রিয়াজ খান, একরামুল কাদের শাফীন, মো: সাকিব, সান, পিয়াল প্রমূখ।

শেয়ার করুন