
চট্টগ্রাম : মানবীয় মূল্যবোধ উত্তরণে শিক্ষার ভূমিকা অপরিসীম। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি।
শনিবার (২১ অক্টোবর) বিকালে হাটহাজারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ড. শহীদুল্লাহ একাডেমির গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী স্মারক সুবর্ণচ্ছটা’র প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ড. শহীদুল্লাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ-সম্পাদক মো. মোরশেদ আলম, আব্দুল মাবুদ তালুকদার, পরিচালনা পরিষদের সদস্য ও দৈনিক নয়াবাংলা ব্যবস্থাপনা সম্পাদক বিএম মনজুর এলাহী, ফরিদ আহমদ, সৈয়দ মোহাম্মদ নুরুল আবছার, মো. নোমান খাঁন, সৈয়দ মো. নুরুল আব্বাসু প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক এ জে নওয়াজ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. ইদ্রিস সরকার , মো. শফিউল আলম প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক কলিম সরওয়ার বলেন, দেশের বর্তমান শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা খুবই গুরুত্বপূর্ণ । এ ব্যাপারে তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য সুশিক্ষার বিকল্প নেই। তিনি ড. শহীদুল্লাহ একাডেমির শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠাতাদের ভূমিকার কথা স্মরণ করে বলেন, তাদের চিন্তা-চেতনার ফলে আজ প্রতিষ্ঠানটি সগৌরবে অর্ধশতাধিক বছর পার করেছে।
সবশেষে অতিথিবৃন্দ মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশিত স্মরণিকার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।