রোহিঙ্গা সংকট
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, আন্তেনিও গুতেরেস ও শেখ হাসিনা টেলিফোনে প্রায় ২০ মিনিট রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নিজের জন্মভূমিতে পুনর্বাসনের জন্য মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান।

মুসলিম রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারে সুরক্ষা বলয় ‘সেইফ জোন’ গঠনের প্রস্তাব বিশ্ব সংস্থায় তুলে তিনি জাতিসংঘ মহাসচিবকে একটি অনুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেন।
শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা অর্থনৈতিক উন্নতি চাই, মানব ধ্বংস নয়, মানব কল্যাণ চাই।’
সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগেই জাতিসংঘে বিভিন্ন বৈঠক ও সভায় রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা।
এ ছাড়া বিশ্ব সংস্থার ১৯৩ সদস্য দেশের প্রতিনিধিদের সামনে বাংলায় দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট পাঁচটি প্রস্তাব তুলে ধরেছিলেন।

শেয়ার করুন