চট্টগ্রাম : প্রস্তাবিত গৃহকর নিয়ে যারা ‘অপপ্রচার’ করছেন তাদের বিরুদ্ধে ‘আদালত অবমাননা’ এবং ‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগ আনবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শীঘ্রই এ বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
রোববার (২২ অক্টোবর) দুপুর বারটায় নগর ভবনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত চসিকের ২৭তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
এদিকে কর ইস্যুতে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত সম্পর্কে সিটি মেয়র বলেন, ‘করদাতা সুরক্ষা পরিষদ মানুষকে আপিল না করার জন্য বলছে। তারা কর দিতে মানা করছে। এটা তো সরাসরি আইন অবমাননার শামিল। এর আগে তারা গৃহকর নিয়ে আদালতে মামলা করেছিলেন। হেরেও গেছেন। এখন আদালতের সিদ্ধান্তের বাইরে যাওয়া মানে তো আদালত অবমাননার শামিল। এটা দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে যাওয়া। তারা আপিল নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছেন। মানুষকে উত্তেজিত করাটাও রাষ্ট্রদ্রোহিতার শামিল। তারা গঠনমূলকভাবে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলে সেটা ঠিক ছিল। কিন্তু এখন যা করছে তা প্রচলিত আইনের বিরুদ্ধে। তাই আমাদের সিদ্ধান্ত হয়েছে, আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
মেয়র বলেন, আমি তো বারবার বলছি, এসেসমেন্ট নিয়ে কারো আপত্তি থাকলে নগরবাসী যেন আপিল করেন। আইনি বাধ্যবাধকতার মধ্যে থেকে সর্বোচ্চ ছাড় দিব। আপিল বোর্ডে নাগরিকদের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তবু এটা নিয়ে কেন ভিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ‘ভেরিফাইড’ পেজে (আ.জ.ম নাছির উদ্দীন) কর ইস্যুতে গতকালকের সাধারণ সভায় মেয়র যে বক্তব্যটি রেখেছেন তা প্রকাশ করা হয়েছে। সেখানে মেয়রের বক্তব্যে বলা হয়, ‘ট্যাক্স ইস্যুতে যারা ব্যক্তি বা সংগঠনের ব্যানারে নানামুখী অপপ্রচার চালাচ্ছেন, জনমনে বিভ্রান্ত্রি ছড়াচ্ছেন। তারা আইন বিরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছেন। সরকারি কাজে বাধা প্রদানের অপচেষ্টা চালাচ্ছেন। তাদের সমস্ত স্টেটমেন্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষণ করছে। তাদের বিরুদ্ধে সরকারি আইন অমান্যকারী হিসেবে রাষ্ট্রদোহিতার অভিযোগ আনা হবে। ট্যাক্স ইস্যু নিয়ে অপপ্রচারকারীরা মামলা করেছে। মামলায় তারা হেরেও গেছে। তারা এখন যা করছে তা জেনে শুনে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করছে।’
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর পৌরকর নির্ধারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য শেষ হওয়া ‘এসেসমেন্ট’ (গৃহ মূল্যায়ন) বাতিল করতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছিলেন চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের নেতারা। এরপর ৮ অক্টোবর নগরীর দেওয়ানহাটে, ১৫ অক্টোবর চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে, ২০ অক্টোবর আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে এবং ২১ অক্টোবর জালালাবাদ ওয়ার্ডে সমাবেশ করেছিলেন।
রোববার থেকে আপিল শুনানি শুরু :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত পৌরকরের বিরুদ্ধে যারা আপিল করেছেন তার শুনানি আগামী ২৯ অক্টোবর (রোববার) থেকে শুরু হবে। ওইদিন সকাল ১১ টায় রাজস্ব সার্কেল–৪ এর আওতাভুক্ত ওয়ার্ডগুলোর অধীন যেসব ভবন মালিক আপিল করেছেন তাদের আপিল নিষ্পত্তি করা হবে। গতকালকের সাধারণ সভায় বিষয়টি জানানো হয়।
প্রসঙ্গত, চসিকের আহবানে সাড়া দিয়ে গত ৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ২১ কর্ম দিবসে রাজস্ব সার্কেল–৪ এ আপিল আবেদন জমা পড়েছে ৪ হাজার ৩শ ৪৫ টি। তবে সবগুলো সার্কেলে গতকাল পর্যন্ত প্রায় ৪০ হাজার আপিল আবেদন জমা পড়েছে।
সাধারণ সভায় মেয়র আ.জ.ম নাছির উদ্দীন পৌরকর প্রসঙ্গে বলেন, ইতোপূর্বে গঠিত রিভিউবোর্ড আগামী ২৯ অক্টোবর থেকে তাদের কার্যক্রম শুরু করবে। জনস্বার্থে আরোও রিভিউবোর্ড গঠন করা হবে। ট্যাক্স হোল্ডারদের বিনামুল্যে পি ফরম পূরণ করে আপিল শুনানিতে অংশগ্রহণ করার আহবান জানিয়ে মেয়র বলেন, রিভিউবোর্ড হোল্ডারদের মতামত আমলে নিয়ে সহনীয় পর্যায়ে পৌরকর চূড়ান্তভাবে নির্ধারণ করবে। এক্ষেত্রে কোন হোল্ডার এর উপর অযৌক্তিক পৌরকর চাপিয়ে দেয়ার কোন ইচ্ছা বা আগ্রহ চসিক এর নেই। পৌরকর সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে দাবি, স্মারকলিপিসহ নানাভাবে যে সকল অভিযোগ উত্থাপিত হয়েছে সেগুলো আমলে নিয়ে রিভিউবোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবে।