চট্টগ্রাম: নগরীর নতুন ব্রীজ এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বাকুলিয়া থানা পুলিশ। সোমবার (২৩অক্টোবর) বাজলিয়া থানার এসআই সাইফুদ্দীনের নেতৃত্বে তাকে আটক করা হয়। তার নাম জামিল উদ্দীন (২২)। কক্সবাজার সদরের টেকপাড়া এলাকার হাশেম উদ্দিনের ছেলে জামিল।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে শহরমুখী আসা একটি বাসে থানার এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। এসময় জামিল নামক এক যুবকের কাছে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবাসহ যুবককে থানায় এনে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত