সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের রামুতে ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্য চেষ্টার প্রতিবাদে (২৪ অক্টোবর) মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের উদ্যোগে এক অনুষ্ঠিত মানববন্ধন হয়।
মঙ্গলবার দুপুর ১২ থেকে আধাঘন্টা ব্যাপি মানববন্ধনে অন্যান্যের মধ্যে স্থানীয় দৈনিক গণমুখের সম্পাদক মোঃ আমজাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংবাদিক আব্দুল আজিজ, সাদেক আলী, রেজাউল সরকার আঁধার, প্রতিদিনের সাংবাদের গাজীপুর প্রতিনিধি মোঃ হাসমত আলী, টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুছা, শ্রীপুর প্রতিনিধি রাজীবুল হাসান, কালিয়াকৈর প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, কাপাসিয়া প্রতিনিধি শফিকুল আলম সবুজসহ গাজীপুরে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকগণ দিদারুল আলম জিসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত