সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ দুইজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায়  ক্যান্সার আক্রান্ত এক রোগীসহ দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও চারজন।

হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসলি। তন্দ্রাচ্ছন্ন অ্যাম্বুলেন্স চালক সামনে থাকা ভারী কোনো গাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল ফলে অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের চালকসহ ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক মো. সানাউল্ল্যাহ (৩৪) এবং রোগী আক্কাছ মিয়াকে (৬৫) মৃত ঘোষণা করেন।

আক্কাছ মিয়ার বাড়ি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকায়। তিনি ক্যান্সারের রোগী। ঢাকার ক্যান্সার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ওই অ্যাম্বুলেন্সে তারা চট্টগ্রামে ফিরছিলেন। আর সানাউল্লাহর বাড়ি পুটয়াখালী সদর থানার ইটবাড়িয়া গ্রামে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, আক্কাছের স্ত্রী রানী বেগম (৫৮), ছেলে মো. জাহিদ (২৭), বোন হালিমা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্স চালকের সহকারী মো. ইসমাইলকে (২২) পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন