চট্টগ্রামে চোরাই কাঠসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে চোরাই কাঠসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৫ অক্টোবর) নগরীর ষোলশহর এলাকা থেকে আব্দুল মতিন (৪৩) ও বাদল কান্তি নাথ (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তার সহায়তায় ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় কাঠবাহী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে না পারায় ৫৩৭ সিএফটি অবৈধ কাঠসহ ট্রাকটি জব্দ করা করে মতিন ও বাদলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, কাঠগুলো খাগড়াছড়ির মহালছড়ি থেকে নগরীর ফিরিঙ্গি বাজার নিয়ে আসা হচ্ছিল।

শেয়ার করুন