শাহজালালে ৮৪১ কার্টন বিদেশি সিগারেট জব্দ, আটক ৪

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৮৪১ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ০৪ জন যাত্রীর কাছ থেকে ৫০ লক্ষ ৪৬ হাজার টাকার বিদেশি সিগারেট আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। এ সময় আটক যাত্রীরা স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে যেতে চাইলে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সাথে থাকা ১০ টি লাগেজ খুলে আমদানি নিষিদ্ধ উক্ত বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেট ব্ল্যাক, ৩০৩, মন্ড, বেনসন ও হেডগেছ ব্র্যান্ডের বলে জানা গেছে।

আটককৃত যাত্রীরা হল চট্টগ্রামের ফটিকছড়ির ইমরান শাকিল, হাবিবুর হাসান, মুহাম্মদ নুরুল হুদা ও চাঁদপুরের মতলব উপজেলার তফায়েল।

শেয়ার করুন