
রেহানা মোস্তফা, লামা প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বান্দরবানের লামা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। থানা পুলিশের উদ্যোগে এক সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, সহকারী কমিশনার (ভুমি) মো. সায়েদ ইকবাল, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, তদন্ত কর্মকর্তা মো. লেয়াকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা শাাখার সাধারণ সম্পাদক বিজয় আইচ উপস্থিত ছিলেন। একই সময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং পুলিশ সদস্য হিসেবে থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।