জাতীয় উদ্যানে অবমুক্ত হল ১৫৬ পাখি

গাজীপুরের টঙ্গী থেকে ১৫৬টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

রবিবার (২৯ অক্টোবর) সকালে মহানগরীর টঙ্গী বাজারে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জহির উদ্দিন আকনের নির্দেশে ওয়াইল্ডলাইফ সুপারভাইজার অসীম মল্লিক ও ফরেস্টার সনাতন কুমার অভিযান পরিচালনা করেন।

উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ঘুঘু ৭০টি, মুনিয়া ৭৭টি, শালিক চারটি, বক দুটি ও টিয়া তিনটি।

ডিএফও জহির উদ্দিন আকন জানান, ওই পাখিগুলো সোমবার (৩০ অক্টোবর) গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন