
চট্টগ্রাম : চুরি করা স্বর্ণ, ল্যাপটপ ও নগদ টাকাসহ সাইফুল ইসলাম নামে এক চোরকে গ্রেফতার করেছে থানা বায়েজিদ থানা পুলিশ। পরে সাইফুলের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চোরাই স্বর্ণ ক্রেতা নগরীর বিবিরহাটে অন্তু স্বর্ণশিল্পালয়ের মালিক তপন ধরকে। সোমবার (৩০ অক্টোবর) সকালে সাইফুলকে বায়েজিদ থানার পূর্ব শহীদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার হাজিপাড়া এলাকায় মুনস্টার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় জনৈক মো. সেলিমের বাসায় চুরির অভিযোগে গত ১৯ অক্টোবর মামলাটি দায়ের করেন তার বড় ভাই মো. সোলায়মান। ওই বাসা থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও নগদ ৩ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ করা হয়। মামলা দায়েরের পরই অভিযানে নামে বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আইয়ূব উদ্দিনের নেতৃত্বে একটি টিম।
এসআই আইয়ূব বলেন, একই ফ্লোরের দুটি বাসায় দুই ভাই থাকেন। সেলিম গত ৮ অক্টোবর স্ত্রীকে নিয়ে থাইল্যান্ড বেড়াতে যান। ১৯ তারিখ ওই বাসা পরিষ্কার করতে সোলায়মানের স্ত্রী রীনা তালাবদ্ধ বাসা খুলে দেখতে পান, ভেতরে আলমিরা ভাঙা। আসবাবপত্র এলোমেলো। তিনি বিষয়টি স্বামীকে জানানোর পর থানায় মামলা হয়।
‘আমরা প্রথমে সোলায়মানের পরিবারকে সন্দেহ করেছিলাম। কিন্তু তদন্ত করতে গিয়ে আমাদের ভুল ভাঙে। ১৯ অক্টোবর থেকেই আমরা অভিযান শুরু করি। অবশেষে আমরা চোর সাইফুল এবং চোরাই স্বর্ণের ক্রেতা তপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’ বলছিলেন তদন্ত কর্মকর্তা আইয়ুব উদ্দিন।
এসআই আয়ুব জানান, টানা ১২দিন তদন্ত ও বিভিন্নভাবে অভিযানশেষে সোমবার (৩০ অক্টোবর) সকালে সাইফুলকে বায়েজিদ থানার পূর্ব শহীদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ল্যাপটপ ও নগদ এক লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। সাইফুলের দেয়া তথ্যনুযায়ী সোমবার গভীর রাতে তপন ধরকে নগরীর বিবিরহাটে অন্তু স্বর্ণশিল্পালয় নামে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে ১৫ ভরি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
চুরির সঙ্গে সোলায়মানের কার্টন ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী মো. বাবুল (৬০) নূরনবী (২২) ও মোক্তার হোসেন (২০) নামে আরও তিনজন জড়িত ছিলেন। বাবুল ফ্যাক্টরির পাশে সোলায়মানদের বাসায়ও নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকা বাসাটিতে বাবুলই চুরির পরিকল্পনা করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, তারা চারদিন বাসাটিতে প্রবেশ করেছে। একজনের কাঁধের ওপর পা দিয়ে আরেকজন দোতলায় উঠেছে। গ্রিলের রড কাটতে প্রথম দিন ব্যর্থ হয়। একইভাবে দ্বিতীয়দিনও রডগুলো কাটতে গিয়ে ব্যর্থ হয়। তৃতীয়দিন গ্রিলের রড কেটে বাসার ভেতরে প্রবেশের রাস্তা তৈরি করে। চতুর্থদিন গভীর রাতে ঢুকে চুরি সংঘটিত করে। চুরির সময় চারজনই বাসায় ঢুকেছিলো। চুরির বিষয়টি স্বীকার করে মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন সাইফুল।