বিদ্যুতের ‘মিটার রিডারের’ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক

ঢাকা : মো. মোশাররফ হোসেন নামের বিদ্যুতের এক মিটার রিডারের কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তার অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। সম্পদের হিসেব চেয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) নোটিশও পাঠানো হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। গত ২২ অক্টোবর মোশাররফের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত দেয় কমিশন।

মো. মোশাররফ হোসেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মিটার রিডার। দুদক কর্মকর্তাদের সন্দেহ, তৃতীয় শ্রেণির কর্মচারী মোশাররফের এই সম্পদ অবৈধ অর্থে হয়েছে।

“অনুসন্ধানে মোশাররফ হোসেনের নামে নরসিংদী শহরে দুই কোটি টাকার ছয়তলা বাড়ি, গাজীপুরের ১৪ শতাংশ জমি ও ময়মনসিংহে ৩ দশমিক ১২ একর জমি পাওয়া গেছে। এসব সম্পদ অবৈধভাবে অর্জিত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।”

রাজধানীর ডেমরায় কর্মরত এই মিটার রিডারের বিরুদ্ধে অভিযোগ, ওই সম্পদ অর্জনে তিনি মিটার টেম্পারিং, অবৈধ লাইনসহ বিভিন্ন জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

শেয়ার করুন