
চট্টগ্রাম : আগের চাইতে কর প্রদান নীতি ও ব্যবস্থাপনা সহজতর হওয়ার ফলে করদাতারা কর প্রদানে উৎসাহিত হচ্ছে। কর অঞ্চল সংস্কার এবং কর আদায় প্রক্রিয়া সহজতর করা হয়েছে। তবে আরও স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে। আয়কর মেলা কর আদায়ের পরিমাণ এবং করের পরিধি বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে।
বুধবার (১ নভেম্বর) নগরের জিইসি কনভেনশান হলে আয়োজিত আয়কর মেলায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী। তিনি এ ধরনের মেলা আয়োজন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান।
মেলায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অংশগ্রহনকারী সকল প্রতিষ্ঠান, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানান। মেলার সর্বাঙ্গীন সফলতা কামনা করে তিনি তার বক্তব্য শেষ করতে গিয়ে আবারও বলেন যে, জন সম্পৃক্ত নীতিমালা অনুসরন করা হলে আগামীতে কর প্রদানে জনগন স্ব-উদ্যোগে এগিয়ে আসবে।