জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা সদরের কদমতলীস্থ অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু বক্তব্য রাখেন।
বক্তারা এসময় ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়ায় জাতিসংঘের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে পাকিস্তান সরকারের ভিডিও বার্তারও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত