আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত একটি দেশে পরিণত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার (১ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে জাতীয় যুব দিবস উপলক্ষে ‘বাংলাদেশে যুব উন্নয়ন সম্মেলনে’ তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সম্মেলনের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, গত দুই দশক ধরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৩ করে চলছে। চলতি বছরে যা ৭ শতাংশের কাছাকাছি। দেশের অর্থনীতি এইভাবে চলতে থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত একটি দেশে পরিণত হবে। তারপরও সরকারকে দেশের ১০ শতাংশ লোকের দায়িত্ব নিতে হবে দারিদ্র্য মোচনের জন্য।
যুব সমাজের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার আমলের প্রথম দিক দিয়ে যুব সমাজকে কাজে লাগানো অনেক চ্যালেঞ্জিং ছিল; কিন্তু বর্তমান সরকার এ বিষয়ে বিশেষ নজর দিচ্ছে। এক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। এতে করে দেশ যেমন এগুচ্ছে যুব সমাজও তেমনি প্রতিষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত