যৌন হেনস্তার গুঞ্জন : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

এক যুগের বেশি সময় আগে এক নারীর হাঁটুতে স্পর্শ করার পরিপ্রেক্ষিতে ওঠা যৌন হেনস্তার গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।

স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মের কাছে পাঠানো এক চিঠিতে ফ্যালন পদত্যাগের বিষয়টি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যৌন হয়রানির দায়ে নয়, ব্যক্তিগত আচরণের কারণে পদত্যাগ করেছেন তিনি।প্রতিরক্ষামন্ত্রীর পদে থাকতে যে উঁচু স্তর দরকার, সেটির ঘাটতির কারণে পদত্যাগের কথা জানিয়েছেন ফ্যালন। তিনিই সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত যৌন হেনস্তার কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে সরে দাঁড়ানো প্রথম আইনপ্রণেতা।

ফ্যালন বলেছেন, তার আচরণ যে মানের হওয়ার কথা, সেটি হয়তো সে মানের ছিল না। মঙ্গলবার তিনি স্বীকার করেছেন যে ১৫ বছর আগে তিনি সাংবাদিক ও রেডিও উপস্থাপিকা জুলিয়া হার্টলি-ব্রুয়ারের হাঁটু অশোভনভাবে স্পর্শ করেছিলেন। সে আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। ফ্যালন বলেন, ‘১৫ কিংবা ১০ বছর আগে যেটি গ্রহণযোগ্য ছিল, বর্তমানে সেটি মোটেও গ্রহণযোগ্য নয়।’ ব্রিটেনের পার্লামেন্টে বেশ কয়েকজন এমপি’র বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানীর অভিযোগ প্রকাশ হওয়ার প্রেক্ষাপটে ফ্যালন হচ্ছেন প্রথম রাজনীতিবিদ যিনি পদত্যাগ করলেন। বিবিসি।

শেয়ার করুন