খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
সরাইপাড়া ওয়ার্ড বিএনপির প্রতিবাদ সমাবেশ


খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ১২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : রোহিঙ্গাদের দেখতে যাওয়া ও ত্রাণ বিতরনের জন্য ঢাকা থেকে কক্সবাজার যাওয়া ও আসার পথে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ১২ নং সরাই পাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিনের সভাপতিত্বে একে খান চত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাজী মাহবুবুল আলম, সেলিম উদ্দীন, আশরাফ আলী, মোহাম্মদ শফীক, ইকবাল, নজরুল ইসলাম, মোরশেদ, বাবুল, সেলিম, ফারুক, দিদার, সাইফুল, জাহেদ, আলাউদ্দীন, জাহাঙ্গীর, ইদ্রীস, মোকসেদ আলী, হোসেন, বেলাল, মোঃ আব্দুল হান্নান কাজল প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ইন্দনদাতাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। যদি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে সরাইপাড়া ওয়ার্ড বিএনপি বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে।

পরে প্রতিবাদসমাবেশ শেষে খাজা আলাউদ্দিন ও হাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল একে খান মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরাইপাড়া ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 

শেয়ার করুন