খাগড়াছড়িতে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর আয়োজনে শুরু হয়েছে চারদিন ব্যাপী আয়কর মেলা। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে জেলা সদরের অরুণিমা কমিউনিটি কনভেনশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার ফরিদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম। এসময় পুলিশ সুপার আলী আহমদ খান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী চৌধুরী ও সহকারী কর কমিশনার জোবায়ার আহমেদ বক্তব্য রাখেন।
জনগণের মধ্যে আয়কর শব্দটির ভীতি দূর করতে সরকার সারাদেশে মেলার আয়োজন করছে। দেশের জনগণ স্বত:স্ফূর্তভাবে আয়কর দিলে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বক্তারা।
এবারের মেলায় ৫শত জন রির্টানার থেকে ৭লক্ষ টাকার লক্ষ্যমাত্রার মধ্যে প্রথম দিনে ৭০ রির্টান ২লক্ষ টাকা জমা দিয়েছেন। চারদিনের মেলায় একই ছাদের নিচে আয়কর দাতারা ই-টিন প্রদান, আয়কর রির্টান গ্রহণ ও পূরণে সহায়তাসহ নানা পরামর্শ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত