চট্টগ্রাম: নগরীর কোতয়ালী থানার আনসার ক্লাবের সামনে সোমবার (০৬ নভেম্বর) দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের খবর পা্ওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাই কাজে পাঁচজন সদস্য ছিল। টাকা ছিনতাই করে পালানোর সময় স্হানীয়রা জুয়েল নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের কাছে সর্পদ করা হয়।
কোতয়ালী জোনের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, পাঁচজন মিলে ছিনতাই করেছিল। স্থানীয় লোকজন জুয়েল নামে একজনকে ধরে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে টাকাসহ তাকে আটক করে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত