গাজীপুরের শ্রীপুর ভূমি অফিসে প্রতারণা করতে গিয়ে ফেঁসে গেলেন এক যুবক।
গ্রেফতারকৃত সাব্বির হোসেন (২৫) উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকার বিল্লাল হোসেনের ছেলে ও ভাওয়াল কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে তিনি ভূমি অফিসে গিয়ে নিজেকে ভূমি মন্ত্রণালয়ের অডিট অফিসার পরিচয় দিয়ে মোবাইলে বিভিন্ন নথিপত্রের ভিডিও ধারণ করেন।
এ সময় পিয়ন ইলিয়াস ও অফিস সহকারী শারমিনের ছবি তুলে তার দেওয়া খারিজগুলো দ্রুত সম্পন্ন করার চাপ দেওয়া হয়।
পরে আচরণ সন্দেহজনক হলে ভূমি অফিসের লোকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।
ইউএনও রেহেনা আকতার জানান, ভুয়া পরিচয় দিয়ে সরকারি নথিপত্রের ভিডিও ধারণের অপরাধে প্রসিকিউশন মামলা দিয়ে সাব্বিরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত