ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস
রাঙ্গুনীয়া যুবদলের উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পস্থবক অর্পণ

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৭ নভেম্বর) রাঙ্গুনীয়া উপজেলা যুবদলের উদ্যোগে ষোলশহর ২ নং গেইট বিপ্লব উদ্যানে পুষ্পস্থবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনীয়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা আবু তালেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা এস এ মুরাদ চৌধুরী।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ ই নভেম্বর সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ এক বিপ্লব যা ইতিহাসের পাতায় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্থান লাভ করেছে। যে বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছে জনতার জিয়াকে। যার মাধ্যমে পুণঃরুদ্ধার হয়েছে মানুষের বাকস্বাধীনতা এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা। এসময়ে তিনি সারা বাংলাদেশে আটককৃত জাতীয়তাবাদী যুবদলের সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আলাউদ্দীন, এম এইচ সুজন, আবু তাহের, মুহাম্মদ আলী, ফারুক, ইকবাল, ইব্রাহিম, জমির, আহাদ, আলম শাহ, বাচা, নাছের, ফারুক হোসেন প্রমূখ রাঙ্গুনীয়া উপজেলার নেতৃবৃন্দ।

শেয়ার করুন