ব্যবসায়ীদের বার্ষিক বুক অব অ্যাকাউন্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুক অব অ্যাকাউন্ট জমা দিতে হবে না বলে ২০০৮ সালে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে মঙ্গলবার (৭ নভেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এ রায়ের ফলে ব্যবসায়ীদের কাছ থেকে বার্ষিক আয়কর আদায়ের পরিমাণ হাজার কোটি টাকা বাড়বে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর জানান, এতদিন ব্যবসায়ীরা আয়কর আইন অনুযায়ী বুক অব অ্যাকাউন্ট জমা দিতেন না। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপিল করলে গত চার দিন শুনানি অনুষ্ঠিত হয়। রায় অনুযায়ী আয়কর আইনের ৪ ধারা অনুযায়ী ব্যবসায়ীদের বুক অব অ্যাকউন্ট জমা দিতে হয়।
তিনি আরও জানান, ২০০৮ সালে হাইকোর্টের দেয়া রায়ে বলা হয়, ব্যবসায়ীরা তাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও আইনজীবীর মাধ্যমে হিসাব করে বুক অব অ্যাকাউন্ট জমা দিতে পারবেন। হাইকোর্টের রায়ের ফলে গত কয়েক বছরে ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ হাজার কোটি টাকা আদায় করতে পারেনি সরকার।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত