গাজীপুরে বিএমএ নির্বাচন স্থগিত

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাজীপুর শাখার নির্বাচন স্থগিত করা হয়েছে। গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী হওয়ায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) নির্বাচন স্থগিত করা হয়েছে বলে বিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব ডাঃ মোঃ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে। সেই সঙ্গে জেলা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্ধীতায় ছিলেন। এর মধ্যে একটি প্যানেল হলো ডাঃ মোঃ মনিরুজ্জামান সভাপতি ও ডাঃ প্রণয় ভূষণ দাস সাধারণ সম্পাদক। অপরটি হলো ডাঃ আমীর হোসাইন রাহাত সভাপতি ও ডাঃ পারভেজ সাধারণ সম্পাদক পদ। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী হওয়ায় এবং ভোটার তালিকায় অনিয়মসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তা স্থগিত করা হয়। একই সাথে বিএমএ গাজীপুর শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা ছিল।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ প্রণয় ভূষণ দাস জানান, নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন, ভোটার তালিকা, ঘোষিত নির্বাচনী তফসিল নিয়ে লিখিত আপত্তি জানালে কেন্দ্রীয় কমিটি গাজীপুর শাখার সকল কার্যক্রম ও নির্বাচনি প্রক্রিয়া স্থগিত করে।

শেয়ার করুন