
খাগড়াছড়ি : প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালক ড. আব্দুল মান্নান বলেছেন, জেলা ব্র্যান্ডিং খাগড়াছড়ি এবং পার্বত্যাঞ্চলে ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে। এই জেলার টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে জেলা ব্র্যান্ডিং নির্ধারণ এবং ই-সেবা সার্ভিস বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগীতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকারি সেবা সমূহ পেতে জনগণের যেন ভোগান্তি না হয় সে লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-নথি পদ্ধতি চালু করেছেন। এতে সময় ও দুর্নীতি দু’টি হ্রাস পাবে বলে মন্তব্য করে, আগামী ১৫ দিনের মধ্যে খাগড়াছড়ি জেলার ব্র্যান্ডিং সম্বলিত বই প্রকাশিত হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এটুআই প্রকল্পের কর্মকর্তা মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।