[caption id="attachment_14933" align="aligncenter" width="1911"]
খাগড়াছড়ি শাপলা চত্ত্বরে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীরা।[/caption]
সাত দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীরা। রোববার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের শাপলা চত্ত¡র মোড়ে সড়ক ও জনপথ অধিদপ্তর জেলা সংসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সংসদের সভাপতি বদরে আলম ও সাধারণ সম্পাদক ধর্মজ্যোতি চাকমা প্রমুখ। বক্তারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাই বাছাইকৃত ২৬৬৭ জন কর্মচারীকে শুন্যপদে নিয়মিতকরণসহ কেন্দ্র ঘোষিত ৭দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়ে।
আগামী ১৪ নভেম্বর স্ব স্ব জেলার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ। ১৯ নভেম্বর হতে ২৩ নভেম্বর পর্যন্ত স্ব স্ব দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন ও ২৮ নভেম্বর কাফনের কাপড় নিয়ে প্রধান প্রকৌশলীর দপ্তর, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের ঘোষনা দেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত