চট্টগাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান নেতা মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এগুচ্ছে। আরো একটু উন্নতি ঘটলেই অপারেশনের জন্য সিঙ্গাপুর নেয়া হবে মহিউদ্দিন চৌধুরীকে। তাঁর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানিয়েছেন।
গুরুতর অসুস্থ হওয়ার পর রোববার থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক।
তার ছেলে নওফেল মঙ্গলবার (১৪ নভেম্বর) জানান, “তাঁর বাবার অবস্থা আগের চেয়ে ভালো, এখন আগের থেকে কিছুটা স্ট্যাবল হয়েছেন। তারা অপেক্ষা করছে আরেকটু স্ট্যাবলের জন্য, তারপরই অপারেশনের জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। অপারেশনটা সিঙ্গাপুরেই করতে চান তারা।”
চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিনকে শনিবার রাতে বন্দর নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে রোববার দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন দীর্ঘদিন ধরে হদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন।