গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও অর্ধ-সাপ্তাহিক ‘‘সুবাণী” পত্রিকার সম্পাদক আইয়ুব রানাকে সোমবার (১৩ নভেম্বর) রাতে তার বাড়ি থেকে আটক করেছে র্যাব-১।
আইয়ুব রানার ছোট ভাই মো. কেরামত আলী জানান, র্যাব সদস্যরা সোমবার রাত সাড়ে ১১টায় আইয়ুব রানাকে তার কক্ষ থেকে ঘুম থেকে ডেকে তোলে আটক করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজন আইয়ুব রানাকে আটকের কারণ জানতে চাইলে র্যাব সদস্যরা বলেন বিষয়টি পড়ে জানতে পারবেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত