সুনামগঞ্জ প্রতিনিধি : ধর্মপাশায় জেএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং মোবাইল ফোন রাখার দায়ে ৬ জেডিসি পরীক্ষার্থীকে বহিস্কার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন খন্দকার খয়েরদিরচর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বহিস্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন খয়েরদিরচর দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ওয়াদুদ মিয়া, আসাদুর রহমান সাদ, শাহ আলম, সিদ্দিকুর রহমান, নজির হোসেন এবং মহিষখলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সাবিক হোসেন।
বহিস্কারের কারন জানতে চাইলে খয়েরদিরচর দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব জনাব মো: শামসুল হক বলেন “তিনজনের কাছে মোবাইল এবং অপর তিনজনের কাছে নকল পাওয়ায় তাদের বহিস্কার করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত