শংকর চৌধুরী,খাগড়াছড়ি: ভাড়ায় চালিত বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দু’সন্তানের জননীর। নিহতের নাম ছাফিয়া বেগম (৪০)।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলার মাইসছড়ির নুনছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জেলা সদরের হরিনাথপাড়া এলাকার বাসীন্দা নিহত ছাফিয়া বেগম এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
স্থানীয়রা বলেন, খাগড়াছড়ি থেকে মহালছড়িগামী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল রাস্তা পার হওয়ার সময় ছাফিয়া বেগমকে ধাক্কা মারে। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খাগড়ছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো.আব্দুল হান্নান জানান, ভাড়ায় চালিত বেপরোয়া বাইকের ধাক্কায় ছাফিয়া বেগমের মৃত্যু হয়। দুঘর্টনাকবিলত ভাড়ায় চালিত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এই ঘটনায় নিহতের স্বজনরা কোন মামলা করেনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত