রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ : ওয়াং ই
রোহিঙ্গা সঙ্কট সমাধানে সাহায্য করতে আগ্রহী চীন

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সঙ্কট সমাধানে সাহায্য করতে আগ্রহ জানিয়েছে চীন। এ সঙ্কট সমাধানে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে আলোচনায় সহায়তা করবে চীন।
ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাত করেছেন। সৌজন্য সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে আলোচনায় সহায়তা করতে চায় চীন। এর আগে বাংলাদেশ সরকার বহু পক্ষকে সাথে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। লাখ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মায়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশকে মায়ানমারের সাথে দ্বিপাক্ষিকভাবেই এর সমাধান করতে হবে। খবর বিবিসির।

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। এ সমস্যা মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। এটি বাংলাদেশেও প্রভাব ফেলেছে।
তাই দুই দেশের মধ্যে আলোচনা সহজতর করতে ভূমিকা নিতে চায় চীন।

এদিকে চীনা দূতাবাসে আমন্ত্রিত সাংবাদিকদের চীনের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য নতুন করে আবার বার্তা দিল যে মায়ানমারের পক্ষেই তাদের অবস্থান। কারণ মায়ানমার যে সুরে কথা বলছে তারা ঠিক একই সুরে জানালো যে, দ্বি-পাক্ষিকভাবে বাংলাদেশ ও মায়ানমারকে সমস্যার সমাধান করতে হবে।

এই একইকথা কিন্তু মায়ানমার বলে আসছিল এবার সঙ্কট শুরুর পর থেকে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াটি হবে ৯২ সালের রিপ্র্যাট্রিয়েশন চুক্তির আওতায়। কিন্তু অগাস্ট মাসে নতুন করে রাখাইন রাজ্যে সহিংসতার পর লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়ার পর বাংলাদেশ এবার বলছে, রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাব্যাসন প্রক্রিয়ায় বহু পক্ষকে যুক্ত করতে হবে। কারণ দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাঝখানে বিষয়টি বহু বছর ধরেই ঝূলে আছে, সেকারণে বাংলাদেশ এই প্রক্রিয়া আরো অনেক পক্ষকে যুক্ত রাখতে চায় যেন তারা মাঝখানে তাগিদ দিতে পারবে। বাংলাদেশে আশ্রয় নেযা লাখ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মায়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ মানবিক ভিত্তিতে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। কিন্তু তিনি বলেন রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক, এবং বাংলাদেশ ও মায়ানমারের সুসম্পর্ক বজায়ের জন্য দেশটিকে তার নাগরিকদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের দুর্দশার কথা উল্লেখ করেন, বিশেষ করে নারী ও শিশুদের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন রোহিঙ্গা নারীদের একটি বড় অংশ গর্ভবতী। প্রতিবেশী দেশ বিদ্রোহের কারণে কোনো সন্ত্রাসী গ্রুপকে তাদের সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না এ বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

 

শেয়ার করুন