
২ বছরের ওয়ারেন্টিসহ নেটগিয়রের নতুন ও শক্তিশালী ওয়াইফাই মেশ নেটওয়ার্কিং কিট অরবি আরবিকে৪০ বাজারজাত করছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড ।
ডিভাইসটিতে ৪টি গিগাবিট পোর্ট, ৪ জিবি ফ্ল্যাশ ও ৫১২ মেগাবাইট র্যাম রয়েছে। যা ট্রাই-ব্যান্ড এসি ২২০০ প্রযুক্তির এই ডিভাইসটি প্রতি সেকেন্ডে ২২০০ মেগাবাইট তথ্য আদান প্রদানে সক্ষম। এটি ৪০০০ বর্গফুটের যেকোন বাড়ি বা অফিসে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে দিতে পারবে।
এই কিটের ডিভাইস দু’টোর একটি অরবি রাউটার আর অন্যটি এর স্যাটেলাইট। ডিভাইস দু’টি একটি বাড়ি কিংবা অফিসের ভিন্ন ভিন্ন স্থানে রাখতে হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত