আইন লঙ্ঘনের অভিযোগে সৌদিতে ২৪ হাজার অভিবাসী আটক

আইন লঙ্ঘনের অভিযোগে সৌদিতে ২৪ হাজার অভিবাসী আটক

বিদেশি শ্রমিকদের কাজ করার বৈধ অনুমতিপত্র (ইকামা) ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত তিন দিনে ২৪ হাজার অভিবাসিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন ইকামার নিয়ম ভঙ্গ করেছে এবং তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে খবরে বলা হয়।

আটককৃতদের ৪২ শতাংশকেই মক্কা, রিয়াদ থেকে ১৯ শতাংশ, আসির অঞ্চল থেকে ১১ শতাংশ, জাজান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশ।

রবিবার এ খবর প্রকাশ করে সৌদি গ্যাজেট।

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশ করেছে-এমন ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শর্ত ভঙ্গ করেছে- এমন অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী।