চট্টগ্রাম: জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ৪১ কোটি টাকা ব্যয়ে মহেশখালে নতুন প্রকল্প নির্মানকাজ হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। প্রকল্পের আওতায় ২৬ নম্বর ওয়ার্ডের ডাইারশন খালের মুখ থেকে বেড়িবাঁধ পর্যন্ত উভয় পাশে ২ দশমিক ৮ কিলোমিটার, ১১ নম্বর ওয়ার্ডের ফইল্লাতলি বাজার সংলগ্ন গয়নার ছড়ার মুখ থেকে স্টেডিয়াম হয়ে রেললাইন পর্যন্ত ১ দশমিক ২৭ কিলোমিটার প্রতিরোধ দেয়াল নির্মিত হবে। খালের উভয় পাশে আরসিসি রাস্তা হবে ৪ দশমিক ০৭ কিলোমিটার। ডাইভারশন খালের মুখ, ২৬ নম্বর ওয়ার্ড অফিসের দক্ষিণ পাশ ও আব্বাসপাড়া সংলগ্ন খালের ওপর তিনটি সেতু নির্মিত ৬০ ফুট দীর্ঘ।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে ফলক উন্মোচন করে নতুন এ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় ওয়ার্ড কাউন্সিলর ও চসিকের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।