যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান-সৌদি আরব

পাকিস্তান-সৌদি আরব যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক দক্ষতা বিনিময়ের জন্য পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ‘শেহাব-২’ শীর্ষক যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)। এই মোহড়া দুই ভ্রাতৃপ্রতীম দেশের সামরিক বাহিনীর দক্ষতা, সামর্থ্য ও প্রস্তুতি জোরদার করাও এর লক্ষ্য। রিয়াদে শিগগিরই এই মহড়া শুরু হবে বলে পাকিস্তান অবজারভার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে ২০১৫ সালের ডিসেম্বর এই ৪১-জাতি সামরিক জোট যাত্রা শুরু করে। এর সদস্য দেশগুলোর সবাই সুন্নি। এতে তুরস্ক, মালয়েশিয়া ও মিশরও রয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক দক্ষতা বিনিময়ের জন্য এই মহড়ার আয়োজন করা হচ্ছে বল সৌদি আরবের সরকারি বার্তা সংস্থাকে দেশটির বিশেষ বাহিনীর কমান্ডার লে. জেনারেল মুফলেহ বিন সলিম আল-কুতাইবি রবিবার জানিয়েছেন। এর আগে গত মাসে সৌদি পদাতিক বাহিনীর সঙ্গে ‘আল-শামান ৬’ শীর্ষক তিন সপ্তাহব্যাপী এক সামরিক মহড়া শেষ করে পাকিস্তান সেনাবাহিনী। ওই মহড়ায় তাজা গোলাবারুদ ব্যবহার, অতর্কিত হামলা, কমব্যাট টহল এবং আইইডি মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। মহড়ায় নেতৃত্ব দেন পাকিস্তান সেনাবাহিনীর ৩০তম কোরের কমান্ডিং অফিসার লে. জেনারেল আকরাম আল-হক।সৌদি আরবের নেতৃত্বে গঠিত সন্ত্রাসবিরোধী ৪১-জাতি ইসলামিক মিলিটারি এলায়েন্স (আইএমএটি)’র প্রতিরক্ষামন্ত্রীরা আগামী সপ্তাহে প্রথম সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে অংশ নিতে যাচ্ছে বলে ঘোষণা আসার পরপরই পাকিস্তান-সৌদি আরব যৌথ সামরিক মহড়ার খবর প্রকাশ করা হয়।

আইএমএটি’র সদস্য দেশগুলো ২৬ নভেম্বর রিয়াদে এক সম্মেলনে অংশ নিচ্ছে বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়। জোটের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার আইএমএটি’র লক্ষ্য।