
সিনেমায় কাজ করবেন না ঢলিউড কুইন অপু বিশ্বাস। এখন থেকে সংসার করবেন, ধর্ম কর্মে নিজেকে নিয়োজিত করবেন। কলকাতা থেকে চিকিৎসা করে ফিরেই তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন।
শনিবার রাতে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস।
অপু জানালেন, এখন থেকে ভারী কোনো কাজ আর শরীরে ঝাঁকুনি লাগে এমন কিছু যেন না করি। জিমের সময় আমি ওয়েট লিফটিং করতাম। সেটি করতেও তিনি নিষেধ করে দেন। এমনকি চলচ্চিত্রে অভিনয় করতে গেলে নাচ বা ছুটাছোটির দৃশ্যে কাজ করতে হয়। তাও যেন না করি। এ কারণে চলচ্চিত্রের কাজ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগের যে কয়টা ছবির সামান্য কাজ বাকি আছে সেগুলো শুধু শেষ করে দেব।
ডাক্তার যেহেতু বারণ করে দিয়েছেন তাই আর অভিনয় নয়, নামাজ, রোজা, হজ নিয়মিত আদায় করে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করব, এটিই এখন আমার একমাত্র ইচ্ছা।