তরুণরাই পার্বত্যাঞ্চলে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখবে: কংজরী চৌধুরী

শংকর চৌধুরী, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, তরুণরাই পার্বত্যাঞ্চলের সম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পারিক ভ্রাতৃত্ববোধ অটুট রাখবে। দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় যুবদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

সোমবার (২০ নভেম্বর) সকালে ‘আজকের যুব সমাজ-শান্তির অগ্রদূত ও আগামী দিনের নেতৃত্ব’ এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারন করে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন কলেজে পড়ুয়া ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে দু’দিন ব্যাপী ইয়ুথ ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন কংজরী চৌধুরী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, জ্যেষ্ঠ সহকারী প্রধান কাজী মোখলেছুর রহমান ও ইউএনডিপি-সিএইচটিডিএফ’র ন্যাশনাল প্রজেক্টের ব্যবস্থাপক প্রসেনজিৎ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় অত্র এলাকার উন্নয়ন, সম্প্রদায়িক সম্প্রীতি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে যুব সমাজের গুরুত্ত্ব বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন